মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন আর নেই।বুধবার(২৪ডিসেম্বর ) ১০টার দিকে ভাঙ্গুড়াউপজেলাস্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন মোতালেব হোসেনের পরিবার।
স্থানীয় ও দলীয় সুত্রে জানাযায়, মোতালেব হোসেনের হার্ট অ্যাটাক হওয়ায় তাকে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয় তিনি সেখানে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় থেকে দেশে ফিরে হঠাৎঅবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
অবস্থায় তিনি হৃদরোগেও আক্রান্ত হন।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
মৃত্যুকালে মোতালেব হোসেন , তিন মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে যান। শুক্রবার (২৫ ডিসেম্বর) বাদ জোহর সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পৌর সভার ২নং ওয়াড মাহবুলা জান্নাতুল বাকি কবরস্থানে তাকে কবরস্থ করা হবে।
মোতালেব হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান, বর্তমান আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন , সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেন, মোতালেব হোসেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি ভাঙ্গুড়া পৌর ও উপজেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত।’
এছাড়াও বক্তরা দুঃখ প্রকাশ করে বলেন মোতালেব মৃত্যুতে ভাঙ্গুড়া বিএনপি একজন ত্যাগী ও সাহসী নেতাকে হারালো।
