মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া , পাবনা : শুক্রবার (২৬ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ভাঙ্গুড়া প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদল আকন্দ। তিনি বলেন, বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।
এখন থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমি ভবিষ্যতে আর কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হব না।
আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে তিনি একমত নন। তিনি পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ভবিষ্যতে কোন রাজনৈতিক দলের পথ পদবী নিবে না। দেশের সাধারণ নাগরিক হিসেবে সৎ যোগ্য প্রার্থীকে তার মূল্যবান ভোটটা প্রদান করবে।
