এম এম এ রেজা পহেল ধর্মপাশা,মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেনকে বৃহস্পতিবার ডেবিল হান্টে- ২ মাধ্যমে যৌথ অভিযান চালিয়ে নেত্রকোনা মুক্তার পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মধ্যনগর থানার মামলা নং-০৬ তাং-২৭/১১/২০২৪খ্রিঃ ধারা-15(3)/25D The Special Powers Act,1974 এর সন্দিগ্ধ আসামী-১। মোঃ সাখাওয়াত হোসাইন (৩৯), পিতা- মৃত আব্দুল হেকিম ,সাং-বনগাঁও, ৪নং মধ্যনগর সদর ইউনিয়ন, সাংগঠনিক সম্পাদক মধ্যনগর উপজেলা যুবলীগকে গ্রেফতার করে অদ্য ইং-২৫/১২/২০২৫ খ্রি: রাত ১০.৫০ ঘটিকায় মধ্যনগর থানায় আনা হয়।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন,আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।আমাদের অভিযান চলমান থাকবে।
