রাহাত শরীফ গোপালপুর উপজেলা প্রতিনিধি টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে গিয়ে সড়ক দুর্ঘটনা বাড়ছে। সর্বশেষ গতকাল ও আজ ভোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
কালিহাতী উপজেলার ধুনাইল নতুন বাজার এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মো. আজিজ (মাস্টার) এর সহধর্মিণী নিহত হন। দুর্ঘটনার পর বাসটি চাটিপাড়া ব্রিজ পাড়ে রেখে চালক, হেলপার ও কন্টাক্টার অটোরিকশায় উঠে পালিয়ে যায়। বর্তমানে বাসটি পুলিশ জিম্মায় রয়েছে।
অন্যদিকে আজ ভোরে টাঙ্গাইল–রংপুর মহাসড়কে নাবিল পরিবহনের একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মোহাম্মদ হাবু নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে টাঙ্গাইলে শৈত্যপ্রবাহের পাশাপাশি ভোর থেকে ঘন কুয়াশা পড়ছে। এতে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোয় সামনের রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবু অনেক যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করায় দুর্ঘটনা বাড়ছে।
