গাইবান্ধা থেকে ফিরে রোকনুজ্জামান সবুজ জামালপুরঃগাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা বাংলাবাজার কৃষি ইনস্টিটিউটে এসএসসি ও এইচএসসি বন্ধুদের নিয়ে এক আনন্দঘন মিলন মেলার উৎসব।
শুক্রবার(২৬ডিসেম্বর) সকালে মিলন মেলার আয়োজক কমিটির আহ্বায়ক আহসান হাবীর নেতৃত্বে আয়োজনে আয়োজক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরমান,রোমিও,নয়ন ও মিলন। মিলন মেলা গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে এসএসসি ব্যাচের মিঠাপুকুর উপজেলার জামান অনুভূতি প্রকাশ করেন,এই প্রোগ্রামে এসে মনে হচ্ছে আমি আবার স্কুল জীবনে ফিরে গেছি। স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আজ নিজের বয়স ১৫ বা ১৬ বছরেই থেমে গেছে বলে মনে হচ্ছে।
এছাড়া শামীমা বক্তব্য বলেন“আজকের অনুভূতিটা মুখে বলে প্রকাশ করা কঠিন। এ ধরনের আয়োজন আরও বেশি হলে আমাদের সবার জন্যই ভালো হবে।”
বন্ধুদের স্মৃতিচারণ,আড্ডা,হাসি-আনন্দ ও পারস্পরিক সৌহার্দ্যে মিলন মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের মিলন মেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
