ঢাকাSaturday , 27 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে দিপু, হাদি ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে মানববন্ধন

Mahamudul Hasan Babu
December 27, 2025 11:28 am
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দিপু দাস, শরীফ ওসমান হাদি এবং শিশু আয়েশার নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বসুরহাট জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন। মানববন্ধনের আয়োজন ও সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল দাস এবং সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার সন্তোষ কুমার মজুমদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর বিমল চন্দ্র মজুমদার, বসুরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সের সভাপতি রতন ভৌমিক, সিরাজপুর ইউনিয়ন বিএনপির নেতা সমীর চন্দ্র চন্দসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, নিরীহ মানুষ ও শিশু হত্যার মতো নৃশংস ঘটনা সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নাগরিক নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।