মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি- ক্যাডেট স্কুল এ্যাসোসিয়েশনের ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষা শনিবার সকালে শ্রীপুর সেন্ট্রাল কিন্ডারগার্টেনে শুরু হয়েছে।
শ্রীপুর উপজেলার ১০ টি কেজি স্কুলের মোট ১০৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করার কথা থাকলেও ৬ জন অনুপস্থিত থাকায় ১০৩ পরীক্ষায় অংশ গ্রহন করছে বলে জানিয়েছেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শিশির কুমার শিকদার।
এর পূর্বে কেজি স্কুলের শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ থাকলেও এবার তারা ৫ম শ্রেনীর সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করতে না পারায় শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি ক্যাডেট স্কুল এ্যাসোসিয়েশন ৫ম শ্রেনীর এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন বলে জানিয়েছেন এ্যাসোসিয়েশনের সভাপতি শিকদার মন্জুর আলম।
পরীক্ষার উদ্বোধনী দিনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সেন্ট্রাল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শিশির কুমার শিকদার, খামারপাড়া কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ,শাহ আব্দুল গাফফার প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শিকদার মনজুরুল আলম,আলোকিত প্রাইভেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওয়ায়েস রহমান,নাকোল মালঞ্চ শিশু নিকেতনের প্রধান শিক্ষক আনন্দ মোহন দত্ত,জিকে আইডিয়াল কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ নাসরিনা পারভীন,কালিনগর কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ অহিদুল ইসলাম, রোজভিউ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, দ্বারিয়াপুর কেজি স্কুলের প্রধান শিক্ষক এস এম তৌহিদুর রহমান, নবগ্রাম ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মলিনা খাতুন।
আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার পরীক্ষা শেষ হবে বলে জানা গেছে।
