সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে আজ ২৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সরকারিভাবে গণভোটের সচেতনতামূলক জনগণকে উদ্বুদ্ধ করেনর লক্ষে প্রচারণা চলছে ।

এ প্রচারণা সঠিকভাবে হচ্ছে কিনা তা পরিদর্শন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার “মিজ নুরজাহান আক্তার সাথী”, এ সময় আরো উপস্থিত ছিলেন “ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু”, সদস্য মোঃ পলাশ ইসলাম, মোঃ জাহিদ সরকার, উপজেলার সিএ মোঃ আলমগীর হোসেন, মোঃ সেজনু সহ অন্যান্যরা, এ ব্যাপারে “গণমাধ্যমকে” উপজেলা নির্বাহী অফিসার মিজ নুরজাহান আক্তার সাথী বলেন জনগণকে গণভোট বিষয়ে সচেতন করার লক্ষ্যেই সরকারি নির্দেশনা মোতাবেক প্রচারণা চালানো হচ্ছে, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই প্রচারণা চলবে, আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আপনারাও এই প্রচারণা চালিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন …
