আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি জেলা সংবাদদাতা: ঝালকাঠির দুটি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রফিকুল ইসলাম জামাল ও ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয়ভাবে এই মনোনয়ন চূড়ান্ত করেন। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো মনোনয়ন লাভ করেন।
রফিকুল ইসলাম জামাল বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এবং ঝালকাঠি জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
অপরদিকে, ঝালকাঠি-২ আসনে মনোনয়ন পাওয়া ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সাবেক সংসদ সদস্য ও প্রয়াত জুলফিকার আলী ভুট্টোর সহধর্মিণী। তিনি এর আগেও এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মনোনয়ন ঘোষণার পর জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ মিছিলের মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
