আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় ২জন মারাত্মকভাবে আহত হয়েছেন।
আহতরা হলেন-জেলার গাংনী উপজেলার শিশিরপাড়া মোড় এলাকার মৃত আকবর আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা (যুদ্ধাহত) কামাল হোসেন (৭২) ও একই উপজেলার আড়পাড়া গ্রামের ইমদাদ হোসেনের ছেলে আলিফ হােসেন (১৭)।
শনিবার সকাল ১০টার দিকে গাংনী-ধানখোলা সড়কের ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট দু’মোটরসাইকেলের মুেখামুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বীর মুক্তিযােদ্ধা কামাল হোসেন মোটরসাইকেলযোগে গাংনী থেকে ধানখোলা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্য ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে,বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’েমাটরসাইকেল আরোহী কামাল হোসেন ও আলিফ গুরুতর ভাবে আহত হয়।
পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় কামাল হোসেনের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
