ঢাকাSunday , 28 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে চেক জালিয়াতি মামলায় বিএনপি নেতা হিরো গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
December 28, 2025 5:38 am
Link Copied!

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়া বাজার থেকে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোজাম্মেল হক হিরোকে শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি এলাকার মৃত ডা. আব্দুল মজিদের ছেলে।আজ রোববার (২৮ ডিসেম্বর)  তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার বিকাল ৫টার দিকে শোলাকুড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কালিহাতী থানায় একাধিক চেক জালিয়াতি মামলায় আদালতের জারি করা ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কালিহাতী থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ( ওসি) জেএম তৌফিক আজম জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে থানায় একাধিক মামলায়র ওয়ারেন্ট রয়েছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।