ঢাকাSunday , 28 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

একতা বাজার যুব ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে নতুন জীবন পেল পা হারানো অসহায় ব্যক্তি

Mahamudul Hasan Babu
December 28, 2025 7:05 am
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে একতা বাজার যুব ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে পা হারানো এক অসহায় ও কর্মক্ষমতাহীন ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে একটি দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় পুঁজি ও মালামাল প্রদান করা হয়েছে।

রোববার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার একতা বাজার এলাকায় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে উপকারভোগীর হাতে দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামাল তুলে দেন। এ সময় উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

একতা বাজার যুব ফাউন্ডেশনের সভাপতি বলেন, সমাজের পিছিয়ে পড়া, অসহায়, দরিদ্র ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য। তিনি বলেন,“মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান অনুপ্রেরণা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, কেবল আর্থিক সহায়তা নয়, বরং টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য, যাতে উপকারভোগী ব্যক্তি সম্মানের সঙ্গে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করতে পারেন।

এসময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। তারা একতা বাজার যুব ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।