ঢাকাSunday , 28 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

Mahamudul Hasan Babu
December 28, 2025 12:40 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার তিতাসে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উত্তর আকালিয়া সত্যের আলো সমাজসেবা সংগঠন।পবিত্র কোরআন তেলোয়াত পাঠের মাধ্যমে গতকাল রবিবার  দুপুর ২টায় তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের উত্তর আকালিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে সংগঠনটির আয়োজনে এলাকার প্রায় ৬০ জন দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীতে নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।উত্তর আকালিয়া সত্যের আলো সমাজসেবা সংগঠনের সভাপতি আবুল কাশেম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সাতানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ধন মিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম, আব্দুল করিম,আবদুল হক মিয়া মেম্বার,তুহিন আহমেদ, শাকিব খান শুভ, সংগঠনের কোষাধ্যক্ষ মো.সুমন মিয়া ও মানিক মিয়াসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।