রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার আংশিক) সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০ জন এমপি প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন দলীয়ভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া সাবেক উপ-রাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসিম উদ্দিন মওদুদ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার বিকেলে মনোনয়নপত্র জমা দেন।
অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী কামাল উদ্দিন পাটওয়ারী, বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আনিছুল হক, ইনসানিয়াত বিপ্লব পার্টির প্রার্থী তৌহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আলী আহাম্মদ এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ ও ইউনুছ সুমন।
