ঢাকাMonday , 29 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ১২৩ কোটি টাকার সেতু প্রকল্প মুখ থুবড়ে, অগ্রগতি নেই আড়াই বছরেও

Mahamudul Hasan Babu
December 29, 2025 1:17 pm
Link Copied!

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি সংবাদদাতা; ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ নদীর ওপর নির্মাণাধীন ৭৩০ মিটার দীর্ঘ সেতু প্রকল্পটি নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রায় আড়াই বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় শতকোটি টাকার এই অবকাঠামো প্রকল্প কার্যত মুখ থুবড়ে পড়েছে।

গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় অনুমোদিত এই সেতুটির ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ৯ লাখ টাকা। ২০২৩ সালের ২৫ এপ্রিল নির্মাণকাজ শুরু হয়ে ২০২৬ সালের ৯ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও মাঠপর্যায়ে তার কোনো বাস্তব প্রতিফলন নেই। এখন পর্যন্ত মাত্র ১৮টি পিলারের আংশিক নির্মাণ হয়েছে, যা সামগ্রিক কাজের তুলনায় নগণ্য।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের প্রধান ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার কারাবন্দী থাকায় পুরো প্রকল্প ব্যবস্থাপনা ভেঙে পড়ে। সাইট তদারকি, শ্রমিক নিয়োগ, নির্মাণসামগ্রী সরবরাহ—সবকিছুই দীর্ঘদিন ধরে স্থবির। সরকার পরিবর্তনের পর কাজ আরও থমকে যায় বলেও অভিযোগ উঠেছে।

এদিকে অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ২০ কোটি টাকা অগ্রিম বিল উত্তোলন করলেও মাঠপর্যায়ে তার প্রতিফলন নেই। এতে করে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়েও প্রশ্ন তুলছেন এলাকাবাসী।

স্থানীয়দের মতে, এই সেতু চালু হলে মূলত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া, কলসকাঠি ও চরাদি ইউনিয়নের মানুষ উপকৃত হবেন। কিন্তু ঝালকাঠির দপদপিয়া ইউনিয়নের মানুষের জন্য এর বাস্তব প্রয়োজন সীমিত। যেখানে স্থানীয় অভ্যন্তরীণ সড়কগুলো বেহাল, শিল্পকারখানা বা বড় জনঘনত্ব নেই, সেখানে এত বড় বাজেটের একটি সেতু প্রকল্পের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

নলছিটি উপজেলা প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।