ঢাকাMonday , 29 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল

Mahamudul Hasan Babu
December 29, 2025 1:29 pm
Link Copied!

আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ (রংপুর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ দিনে রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে তিনি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মনোনয়ন দাখিল প্রক্রিয়ায় অংশ নেন।

মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এটিএম আজহারুল ইসলাম বলেন, রংপুর-২ আসনের সাধারণ মানুষের অধিকার আদায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। জনগণের সমর্থন ও দোয়া পেলে সংসদে গিয়ে তাদের ন্যায্য দাবি ও প্রত্যাশা তুলে ধরবো।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশের মানুষ সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে রয়েছে।

এ সময় উপস্থিত দলীয় নেতারা বলেন, এটিএম আজহারুল ইসলাম একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে রংপুর-২ আসনের ভোটাররা তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

শেষ দিনে তারাগঞ্জে যারা মনোনয়ন জমা দিলেন

এছাড়া একই দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আশরাফ আলীও তাঁর মনোনয়ন দাখিল করেন।

এখান থেকে মনোনয়ন সংগ্রহ করেন মোট চারজন।

অপররা হলেন – খেলাফতে মজলিসের আশরাফ আলী ও এবি পার্টি মো: আমিনুর রহমান। তারা দুজন শেষদিনে মনোনয়ন দাখিল করেননি।