ঢাকাMonday , 29 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে পাঁচ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৬ প্রার্থী

Mahamudul Hasan Babu
December 29, 2025 4:12 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে পাঁচ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলে শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রার্থীদের উপস্থিতিতে জমে ওঠে মনোনয়ন দাখিলের পরিবেশ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় নির্ধারিত সময়সীমা শেষে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইউসুপ আলী।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা ধারাবাহিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়,জেলার পাঁচটি আসনে মোট ৫৮ টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে ৪৬টি। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে জামালপুর-৫ আসনে এবং সবচেয়ে কম জমা পড়েছে জামালপুর-১আসনে।
মনোনয়নপত্র জমা পড়েছে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ৪ জন,জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৯ জন,জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১১ জন,জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ১০ জন এবং জামালপুর-৫ (সদর) আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইউসুপ আলী বলেন,’আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রার্থীরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্য়ন্ত। আপিল দায়ের করা যাবে ৫জানুয়ারী থেকে ৯জানুয়ারী পর্যন্ত।
আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।