এস মাহমুদ বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৭ টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. আকলিমা বেগমের নিকটে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি আগামী নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের প্রত্যাশা—আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সাধারণ ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এটাই এখন সবার চাওয়া।”
নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের পক্ষ থেকে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি রয়েছে। ইনশাআল্লাহ, যদি একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বিপুল ভোটে বিজয়ী হবে বলে আমরা বিশ্বাস করি।”
বাসাইল ও সখিপুর উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আমার এলাকার মানুষের কাছে দোয়া ও পূর্ণ সহযোগিতা চাই। আল্লাহর সাহায্য এবং বাসাইল-সখিপুরের আপামর জনসাধারণের ভালোবাসা ও দোয়া যদি সাথে থাকে, তবে ইনশাআল্লাহ আগামী দিনে বিজয় আমাদেরই হবে।”
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেন, সেক্রেটারি আমিনুল ইসলাম খান, স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
