এস. মাহমুদ, বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৭ টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কবরস্থানে বাবা, মা, ছোট ভাইয়ের কবর জিয়ারত শেষে বিএনপির শীর্ষস্থানীয় ৫ নেতাকে সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. আকলিমা বেগমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মনোনয়ন পত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি, এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার মনোনয়ন পত্র দাখিল করেছি এবং প্রশাসনকে অনুরোধ করেছি যাতে করে প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার দল বিএনপি এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। আমরা বাসাইল ও সখিপুর উপজেলা বিএনপি নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি এবং জনগণ ঐক্যবদ্ধ আছে, আমরা জনগণের দোয়া, সমর্থন চাই এবং জনগণের কাছে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ধানের শীষে ভোট চাই এবং আমরা বিশ্বাস করি ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী লাভ করবে।
এ সময় উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
