মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুতে উপজেলার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোক ও সমবেদনার আবহ সৃষ্টি হয়েছে।
উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সকাল থেকেই বিএনপি কার্যালয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের ব্যবস্থা করা হয়।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন
ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক মজিবুর রহমান, আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ, যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আখিরুজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হুমায়ূন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান পান্না,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ূন আহমেদ,ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার , আক্তারুজ্জামান বাবু কলেজ ছাত্রদলের আহ্বায়ক বাইজিদ বোস্তামী সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আপসহীন ও সাহসী নেত্রী। তাঁর মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
