মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলায় বে-সরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ ও কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে অভ্যন্তরীণ জলবায়ু বাস্তুচ্যুতি ও টেকসই পূর্ণবাসন সমন্বিত ব্যবস্থাপনা স্থানীয় কাঠামো শক্তিশালী করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সকাল ১১ টায় উদয়ন বাংলাদেশ শরণখোলা শাখা অফিস মিলনায়তনে এনজিও ফোরামের সাবেক সভাপতি মীর সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা সোহাগ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আ: মালেক রেজা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা মসিউর আলম। এ সময় আরও বক্তব্য রাখেন সাউথখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তহমিনা বেগম, উদয়ন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার সুশান্ত মল্লিক,যুবদল নেতা শহিদুল ইসলাম সোহাগ, সাউথখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সালাউদ্দিন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদয়ন বাংলাদেশ স্কুলের শিক্ষক ফাতেমা আক্তার পুতুল। তিনি বলেন, জলবায়ু বাস্তচ্যুতি মোকাবেলায় কেবল জরুরি সহায়তা বা বিচ্ছিন্ন পুনর্বাসন যথেষ্ট নয় প্রয়োজন স্থানীয় পর্যায়ে শক্তিশালী, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনা কাঠামো, যা বাস্তচ্যুত জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ জীবন, টেকসই পুনর্বাসন ও ভবিষ্যৎ জলবায়ু ঝুঁকি মোকাবেলার সক্ষমতা নিশ্চিত করা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজেআরএফ প্রকল্পের সি,এম আল-মামুন।
