এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আমির হোসেন ভূইয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।গত সোমবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিনের কাছে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা প্রদান করেন- প্রস্তাবকারী কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির যুগ্ম -আহ্বায়ক মো. আলমগীর আলম।
মনোনয়নপত্র জমা প্রদানকালে উপস্থিত ছিলেন- হোমনা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এটিএম মনজুরুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য মো.কবির ভূঁইয়া, হোমনা উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সরকার মুকুল মাহমুদ, জিয়ারকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো.আব্দুল খালেক মোল্লা, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. হুমায়ুন কবির, মজিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম স্বপন, সহ-সভাপতি মোহাম্মদ মালু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, তিতাস উপজেলা জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ মহসিন ও উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো.মনির মুন্সিসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
