সৈয়দ সাজন আহমেদ রাজু ধনবাড়ী টাঙ্গাইল থেকে :টাঙ্গাইলের ধনবাড়ীতে অবস্থিত লাইটহাউজ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত হয়। আজ ৩০ ডিসেম্বর সকাল ১০ টা।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা কহিনূর খাতুন এবং লাইটহাউজ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বাবুল হাসান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফরহাদ হোসেন, এবং ধনবাড়ী কিন্ডারগার্টেন এর সভাপতি অধ্যাপক খন্দকার নাজিরুল ইসলাম। মোঃ শফিকুল আলম,ম্যানেজার আল- আরাফা ইসলামি ব্যাংক শাখা ধনবাড়ী। ধনবাড়ী প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ ওবায়দুল্লাহ, নুরুল ইসলাম, উম্মে সালমা,আক্তারুজ্জামান, মাহমুদা সালাম, সহ আরো সুশীল ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, “ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু”, এবং ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোঃ রাকিব হাসান।
ধনবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য জাহিদ সরকার,মোঃ জাকির খান,মোঃ আরিফুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করে মেধাতালিকায় ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়…
