এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজিমুদ্দিন মোল্লা আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।গত
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিতাস উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিনের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তিতাস উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাতুল ইসলাম উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল উপলক্ষে নির্বাচন অফিস এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন—তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামিম সরকার, হোমনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. সাইদুল হক, তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ সালাউদ্দিন সরকার, উপজেলা জামায়াতে ইসলামী সহ-সেক্রেটারি মো. শাহাদাত হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. মোশারফ হোসেন মুন্সী,উপজেলা ব্যবসায়ী ফোরাম সভাপতি মুহাম্মদ ছবির হোসেন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
