ঢাকাTuesday , 30 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে টাস্কফোর্স অভিযান পৃথক মামলায় অর্থদণ্ড আদায়

Mahamudul Hasan Babu
December 30, 2025 2:50 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

 জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়াধর মুমুর নেতৃত্বে পরিচালিত অভিযানে বড় বাজারের খুচরা পর্যায়ের বেগুন, শসা, আলু, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, পেঁপে, ফুলকপি, মাছ ও সবজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, মুদিখানা এবং খাবারের দোকানে তল্লাশি ও মনিটরিং করা হয়।

অভিযানকালে বাজারের অধিকাংশ দোকানে ক্রয়-বিক্রয়ের পাকা ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ২টি মামলায় মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গণপরিবহন, ট্রাক ও মোটরসাইকেল তল্লাশি করা হয়।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৭২ ও ৬৬ ধারায় চারটি পৃথক মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।