ঢাকাWednesday , 31 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষি বিভাগ !

Mahamudul Hasan Babu
December 31, 2025 11:26 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরার বিভিন্ন মাঠে পৌষের শুরুতে হলুদ সরিষা ফুল বাতাসে দোল খাচ্ছে। চারিদিকে হলুদের সমারোহ। মাঠে সরিষার ফুল দেখে মনে হয়,যেন কেউ হলুদের গালিচা বিছিয়ে রেখেছে। সরিষা ফুলের এই হলুদে হলুদের ভাব প্রকৃতিকে করেছে সৌন্দর্য মন্ডিত। হলুদের এই সরিষা ফুল দেখতে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত দর্শনার্থীরা ভিড় করছেন মাঠে মাঠে । কেউ সরিষা ফুলের মাঝে ছবি তুলছেন, আবার কেউ কেউ নিচেই লাইভ করছেন।
সরোজমিন মাগুরা সদরের মালঞ্চী, বাদে মালঞ্চী, গাঙলে, মতনা, বাসুদেবপুর পাকাকাঞ্চনপুর,পাটকেলবাড়ি, আলমখালী,ছত্তরকান্দী ও শ্রীরামপুর গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে চারিদিকে হলুদ সরিষা ফুলের সমারোহ। আবার কোন কোন মাঠে হলুদ ফুল থেকে সরিষার ফল হয়েছে।
জেলা কৃষি বিভাগ বলছে, এবার আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় সরিষার বাম্পার হবে বলে আমরা আশা রাখছি। ইতি মধ্যেই মাগুরা জেলার বিভিন্ন মাঠে মাঠে এখন সরিষা ফুল শোভা পাচ্ছে। আবার অন্য কোন মাঠে ফুল থেকে ফল আসতে শুরু করেছে। এবার জেলায় ২২ হাজার ৮৯৩ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। তার মধ্যে সদরে ১০ হাজার ৪০৮ হেক্টর,শ্রীপুরে ১ হাজার ৪০৫ হেক্টর,শালিখায় ৭ হাজার ৩৬০ হেক্টর ও মহম্মদপুরে ৩ হাজার ৭২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এ বছর সরিষার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৯০ হেক্টর।
মাগুরা সদরের নরসিংহাটি গ্রামের সরিষা চাষী জামিল আক্তার জানান, এবার আমি ২ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। এ চাষে খরচ কম, পরিশ্রম নেই। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা খুব ভালো হয়েছে। আমার জমিতে এখন সরিষার আসতে শুরু করেছে। আমি দুই মাসের মধ্যেই সরিষা ঘরে ওঠাতে পারব বলে মনে করছি

সদরের ছয়চার গ্রামের কৃষক শফিকুল জানান, এবার আমি ১ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি।এ চাষে আমি প্রতিবারই ভালো ফল পেয়ে থাকি। গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় আমার জমিতে সরিষার ভালো ফলন হবে বলে আশা রাখছি।
সদরের চাউলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের নাজিম উদ্দিন জানান, আমি এবার তিন বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। এ চাষে বছর আমি ভালো ফলন পেয়ে থাকি। এখন সরিষা মাঠে মাঠে হলুদ ফুল শোভা পাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই এই ফুল থেকে সরিষার ফল আসতে শুরু করবে। তারপর দেড় থেকে দুই মাসের মধ্যে সরিষা পাকা শুরু করবে।
মাগুরা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম বলেন,এবার আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় জেলায় সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছি। তীব্র শীত, কুয়াশা ও শৈত প্রবাহে সরিষার তেমন ক্ষতি হবে না বলে মনে করছি। এবার সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এদিকে শ্রীপুর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ূন কবির জানান- আবহাওয়া ভালো থাকায় শ্রীপুর উপজেলাতে সরিষার ফলন খুব ভালো হবে বলে আশা করছি। তিনি আরো জানান – বারি ১৪ জাতের সরিষার মেয়াদকাল স্বল্প সময়ে হওয়ার কারণে সরিষা উত্তোলন করে চাষিরা ইরি ধান আবাদ করতে পারবে।