ঢাকাWednesday , 31 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

Mahamudul Hasan Babu
December 31, 2025 1:29 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের আয়োজনে এক শোকসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম বাবলু ও সঞ্চালনা করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক।

আজ বুধবার বিকেলে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো.মুজিবুর রহমান ।

এসময় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, সহ-সভাপতি নুরুজ্জামান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, কোষাধ্যক্ষ মজিবুর রহমান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আনসারী, প্রচার সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য এস এম নাহিদ হাসান ও হাসিনুর রহমান উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ভাঙ্গুড়া প্রেসক্লাব সভাপতি মাহবুব উল আলম বাবলু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, বাংলাদেশী জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক অদম্য প্রতীক। স্বৈরাচারবিরোধী গণআন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। নির্যাতন, কারাবরণ ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি-এটাই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়।