মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের আয়োজনে এক শোকসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম বাবলু ও সঞ্চালনা করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক।
আজ বুধবার বিকেলে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো.মুজিবুর রহমান ।
এসময় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, সহ-সভাপতি নুরুজ্জামান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, কোষাধ্যক্ষ মজিবুর রহমান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আনসারী, প্রচার সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য এস এম নাহিদ হাসান ও হাসিনুর রহমান উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ভাঙ্গুড়া প্রেসক্লাব সভাপতি মাহবুব উল আলম বাবলু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, বাংলাদেশী জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক অদম্য প্রতীক। স্বৈরাচারবিরোধী গণআন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। নির্যাতন, কারাবরণ ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি-এটাই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়।
