ঢাকাTuesday , 29 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

Mahamudul Hasan Babu
October 29, 2024 8:50 am
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ স্বাস্থ্য সুরক্ষায়  পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় স্যানিটেশন মাস-২০২৪ ও বিশ্ব হাত ধোয়া দিবস নানা কর্মসূচির মধ্যে উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা উল্লেখযোগ্য। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ( ২৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর হতে ব্যানার ফেস্টুন নিয়ে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন স্লোগান সহ একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে হাত ধোয়ার নিয়ম ও কৌশল প্রদর্শন করা হয়। পরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষিকেশ রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, হাত ধোয়ার গুরুত্ব আবশ্যিক। সুস্থ জীবনযাপন করতে, নিজেকে রোগমুক্ত রাখতে নিয়ম মেনে হাত ধোয়া খুবই জরুরী এবং এর বিকল্প নেই। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ।