মোঃ রাছিবুজ্জামান উপজেলা প্রতিনিধি পাইকগাছা, খুলনা।পাইকগাছা উপজেলা আওতাধীন গজালিয়া জামে মসজিদে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মামুন স্যার (সাধারণ কেয়ারটেকার), অত্র মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান এবং সভাপতি আলহাজ্ব আলী আকবর সাহেব। সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরিফুল ইসলাম।
আজকের এই বই বিতরণ অনুষ্ঠানে বক্তরা বলেন, “শিক্ষার আলোয় নতুন বছর ২০২৬ আলোকিত হবে সকল ছাত্র-ছাত্রীদের জীবন। জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার।”
নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা যায়। তারা জানান, নতুন বইয়ের ঘ্রাণে নতুন স্বপ্ন দেখছে তারা।
