ঝালকাঠি সংবাদদাতাঃ ঝালকাঠিতে বাংলাদেশ মুসলিম লীগের জেলা শাখার উদ্যোগে আয়োজিত নতুন বছরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নেতারা আসন্ন নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই বিপ্লব রক্ষার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে শহরের ৫২৮ মধ্য চাদকাঠি সড়কে মুসলিম লীগের ঝালকাঠি জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য ও ঝালকাঠি জেলা মুসলিম লীগের আহ্বায়ক আবু জাফর বিশ্বাস।
বক্তব্যের শুরুতে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, নির্বাচনের দিন ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই বিপ্লবকে রক্ষা করুন। এটি শুধু একটি ভোট নয়— এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষার পক্ষে একটি দৃঢ় অবস্থান।
তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে দায়িত্বশীলভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন এবং নতুন বছরে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
