স্টাফ রিপোর্টার :আবু সালমান : লক্ষীপুরের রামগতি উপজেলার নদীমাতৃক উপকূলীয় এলাকা বয়ার চর তেগাছিয়া। এখানে বসবাস করেন লক্ষাধিক মানুষ। কিন্তু যোগাযোগ ব্যবস্থার নাজুক অবস্থা যেন তাদের নিত্যদিনের কষ্টের সঙ্গী। এলাকায় সড়ক না থাকলেও স্থাপিত হয়েছে একাধিক কালভার্ট (কালবেট)। ফলে সড়কবিহীন কালভার্ট এখন সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।
স্থানীয়রা জানান, ২০২৫ সালের ভয়াবহ বন্যায় জোয়ারের তীব্র স্রোতে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এসময় বাজার এলাকা ও গ্রামীণ সড়ক ভেঙে যায়। এখনো পর্যন্ত সড়ক সংস্কার বা পুনর্নির্মাণ না করায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।
বর্তমানে বয়ার চর তেগাছিয়া বাজার এলাকায় ২টি কালভার্ট ও আশপাশের সড়ক সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে আছে। এতে স্কুল–মাদ্রাসার শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ভাঙা রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, “ব্রিজ আছে, রাস্তা নাই,এ কেমন উন্নয়ন?” বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দেখা যায়নি।
অতিদ্রুত সড়ক পুনর্নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
