ঢাকাThursday , 1 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান সরকার অবসর জনিত বিদায় অনুষ্ঠান

Mahamudul Hasan Babu
January 1, 2026 2:07 pm
Link Copied!

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃকুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আজিজুর রহমান সরকার স্বপন এর অবসর উত্তর ছুটি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন আজিজুর রহমান সরকার স্বপন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১২ টায় ভূরুঙ্গামারী সরকারি কলেজ এর হলরুমে অবসর উত্তর ছুটি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় পবিএ কুরআন থেকে তেলাওয়াত করেন আরিফুল ইসলাম এবং গীতা পাঠ করেন শ্রী জীবন রায় কর্ণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক মোজাফফর হোসেন ও প্রভাষক মোজাহার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজ এর শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক এ এম আব্দুল জলিল । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক গোলাম ফারুক সরকার, আসাদুজ্জামান, এবিএম হাফিজুর রহমান মন্ডল, আহসান হাবিব, জোবায়দা খাতুন, আফছার উদ্দিন, এ এম আব্দুল জলিল, ঢাকসুর সড়ক পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, রাশিদা আখতার প্রমুখ । এছাড়াও বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের অন্যান্য প্রভাষক বৃন্দ ও কলেজ এর প্রদর্শক, ক্যাটালগার,ল্যাব সহকারী, অফিস সহায়ক সহ আরো অনেকে।