মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গুড়া পৌরসভার প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারে প্রধান অতিথি হিসেবে এ নির্বাচনী অফিস উদ্বোধন করেন, পাবনা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী তারবিয়ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আছগর। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে ভাঙ্গুড়া পৌর জামায়াতের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
ভাঙ্গুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু জাফর উজ্জ্বলের সভাপতিত্বে ও ভাঙ্গুড়া পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এস এম সোহেল, কেন্দ্রীয় ছাত্রশিবিরের শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসা, ভাঙ্গুড়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা বাহার উদ্দিন এবং ভাঙ্গুড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয়।
এসময় ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মজিবুর রহমান, ভাঙ্গুড়া পৌর জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা জহুরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সাদিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
