ঢাকাFriday , 2 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে ২৪২ বোতল ফেন্সিডিল সদৃশ উইনসেরেক্স সিরাপ উদ্ধার।।

Mahamudul Hasan Babu
January 2, 2026 12:48 pm
Link Copied!

এম, এ কুদ্দুস , বিরল (দিনাজপুর)॥ দিনাজপুরের বিরলে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর-ধর্মজৈন এলাকার সচেতন যুবকদের নিয়ে গঠিত মাদক নির্মূল কমিটির সদস্যরা  এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য ফেন্সিডিল সদৃশ ২৪২ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করে।
এসময় তারা  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এর নিকট ঘটনাস্থলে উদ্ধারকৃত মাদকদ্রব্য হস্তান্তর করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ জানান, ফেন্সিডিল সদৃশ ২৪২ বোতল উইনসেরেক্স সিরাপ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক উদ্ধারকারী মাদক নির্মূল কমিটির সভাপতি মানিক মিয়া জানান, শুক্রবার সকালে পূণর্ভবা নদীর পশ্চিম পাড়ে সুন্দরা হতে বনগাঁও আসার পথে ঘনকুয়াশার মধ্যে অটোরিক্সায় সন্দেহভাজন প্যাকেট উঠানোর দৃশ্য মাদক নির্মূল কমিটির সদস্যদের চোখে পড়ে। মাদককারবারীরা টের পেয়ে প্লাস্টিকে মোড়ানো ১০ টি প্যাকেট ফেলে রেখে দৌড়ে এবং অটো রিক্সা দ্রুত নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, আমাদের জেলার মধ্যে বিরলের ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর-ধর্মজৈন এলাকায় মাদক কারবার বেশি হচ্ছে। ১৮ টি মাদক মামলার আসামী সাপুড়িয়ার ছেলে কবীর আইনের বেড়াজালে জেল থেকে বেড়িয়ে আবারো মাদক ব্যবসা শুরু করেছে। প্রায়োজনে মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করে এদের মূলোৎপাটনে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এব্যপারে প্রশাসনের পক্ষ হতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ স্যার আমাদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।