ইকবাল বাহার, পঞ্চগড় : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় পঞ্চগড় সদর ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব তৌহিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার প্রতীক। আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর আদর্শ ও সংগ্রাম বিএনপির প্রতিটি নেতাকর্মীর প্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কর্তৃক মনোনীত পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আপসহীন থেকেছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁর নেতৃত্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞা আমাদের ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে পথ দেখাবে।
তিনি আরও বলেন, আজকের এই দোয়া মাহফিল শুধু শোক প্রকাশের জন্য নয়, বরং দেশনেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেওয়ার একটি মুহূর্ত।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং দেশনেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট আদম সুফি, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবুসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
