ঢাকাSaturday , 3 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

Mahamudul Hasan Babu
January 3, 2026 9:34 am
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় ” প্রতিপাদ্যে শনিবার ( ০৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনিুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার(অ.দা.) মোঃ আবু তাহের। আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। বক্তারা বলেন,দরিদ্র ও অসহায়দের সহযোগিতা-সামাজিক নিরাপত্তা প্রদানে নানা কর্মকান্ড পরিচালনা করে থাকে সমাজসেবা অধিদপ্তর। কোনো অনিয়ম যেন সংঘটিত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার আহবান জানান প্রধান অতিথি ইউএনও রিপামনি দেবী। এ সময় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সুবিধাভোগী হাফেজী মাদরাসা ও এতিমখানার তত্বাবধায়ক, পরিচালক, প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উদ্যোক্তা,সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমাজসেবক সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।