ঢাকাSaturday , 3 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

Mahamudul Hasan Babu
January 3, 2026 9:27 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্য নিয়ে শনিবার(৩ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, প্রতিবন্ধি স্কুল ও প্রতিশ্রুতি কল্যান সংস্থার সভাপতি সুমন মজুমদার ও শ্রীপুর প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। (উল্লেখ্য সরকারি ভাবে গত ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবসের দিন নির্ধারণ থাকলেও ওইদিন রাষ্ট্রীয় শোক থাকায় ২ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি দিবসটি পালন করা হয়।