ঢাকাSaturday , 3 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন নারীদের ওপর হামলার অভিযোগে উত্তাল এলাকাবাসী

Mahamudul Hasan Babu
January 3, 2026 9:31 am
Link Copied!

স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর): আবু সালমান : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে এবং নারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার ( ৩/১/২০২৬) রামগতি উপজেলার চর মেহার ১নং ওয়ার্ডের হাওলাদার ব্রিকস ফিল্ড (ইটভাটা) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর অভিযোগ, রামগতি উপজেলায় মোট ৫১টি ইটভাটা রয়েছে, যার মধ্যে মাত্র দুটি নিবন্ধিত এবং বাকি ইটভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব ইটভাটার ভারী গাড়ি চলাচল ও অতিরিক্ত ধোঁয়ার কারণে পরিবেশ দূষণ হচ্ছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।

বিশেষ করে চর মেহার এলাকার ফ্রিজ রাস্তা দিয়ে ইটভাটার গাড়ি চলাচলের ফলে রাস্তার ওপর দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত মাটি জমে গেছে। এতে ধুলাবালির কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, ইটভাটার গাড়িগুলো রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দিয়েছে।
স্থানীয়দের দাবি, এসব গাড়ি চলাচল বন্ধের জন্য এলাকার কিছু তরুণ রাস্তার বিভিন্ন স্থানে বাঁশ ও প্রতিবন্ধকতা দিয়ে অবরোধ সৃষ্টি করলে ইটভাটার মালিক মোহাম্মদ আতিকুর রহমান তার লোকজন নিয়ে এলাকায় হামলা চালান।

অভিযোগ রয়েছে, ওই হামলায় নারীদের নির্যাতন ও মারধর করা হয় এবং বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এ সময় এলাকার কয়েকজন তরুণও আহত হন।এলাকাবাসী আরও জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিছুদিন আগে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে, ফলে অবৈধ ইটভাটাগুলো আবারও আগের মতো কার্যক্রম চালাচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করে হাওলাদার ইটভাটার মালিক মোহাম্মদ আতিকুর রহমান বলেন,আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি বা আমার লোকজন নারীদের ওপর হামলা বা নির্যাতন করেছি, তাহলে আমাকে আইনের হাতে তুলে দিতে পারে।”
তিনি আরও বলেন,আমার দুটি ইটভাটার মধ্যে একটি আগেই বন্ধ করে দিয়েছি। অপরটির জন্য নিবন্ধনের আবেদন করেছি। আমি কয়লা ব্যবহার করি এবং এমনভাবে ইটভাটা পরিচালনা করি যাতে এলাকার কোনো ক্ষতি না হয়। পরিবেশের ক্ষতির অভিযোগ সঠিক নয়।”এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।