ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসেন মির্জা ফখরুল ইসলামের মনোনয়ন পত্র বৈধ সহ তিনটি আসনে ১৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে (০৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানার ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
জেলার তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল।
শনিবার যাচাই-বাছাই করে ঠাকুরগাঁও-১ আসেন ৩ জনের মধ্যে সবার মনোনয়ন পত্র বৈধ, ঠাকুরগাঁও-২ আসেন ৮ জনের মধ্যে ৬ জন ও ঠাকুরগাঁও – ৩ আসেন ১০ জনের মধ্যে ৮ জনের তিনটি আসনে মোট ১৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দাখিলকৃত তিনটি মনোনয়নের সবকটি বৈধ ঘোষণা হয়েছে।
এছাড়াও ঠাকুরগাঁও ২ আসনে দাখিলকৃত ৮ টি মনোনয়নের মধ্যে ৬টি বৈধ ও ২টি স্থগিত হয়েছে। ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী রেজাউল করিম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী সাহবুদ্দিন আহাম্মেদ এর মনোনয়ন স্থগিত হয়েছে।
ঠাকুরগাঁও- ৩ আসনে দাখিলকৃত ১০ টি মনোনয়নের মধ্যে মামলা থাকায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিনের মনোনয়ন স্থগিত ও স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়ন বাতিল করে বাকি ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, কিছু ত্রুটির জন্য যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে পরবর্তীতে তারা তাদের কাগজপত্র গুলো সংশোধন করে সঠিক করে দিলে আমরা পরবর্তীতে তাদের মনোনয়ন পত্র বাতিল না বৈধ সেটি ঘোষণা করা হবে।
