ঢাকাSaturday , 3 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

Mahamudul Hasan Babu
January 3, 2026 10:59 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত মাগুরার শালিখা উপজেলায় গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে টিটু মন্ডল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদূর্বা গ্রামের ফটকি নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে শালিখা উপজেলার বলাই নাগসা গ্রামের লিটন মুসল্লীর ছেলে সাহিম (২০), সমীরের ছেলে রাতুল (২২) এবং অজ্ঞাতনামা আরও একজন ব্যক্তি ফটকি নদীর পাড়ে বসে গাঁজা সেবন করছিল। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় গজদূর্বা গ্রামের টিটু মন্ডল (২০), ডলার মন্ডল (২১), লাবিব মন্ডল (২২), শাকিল (২১) ও ফাহিম (২২) তাদেরকে ওই স্থানে নেশা করতে নিষেধ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে নেশাগ্রস্তদের মধ্যে প্রধান অভিযুক্ত সাহিম তার কাছে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে টিটু মন্ডলসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে সাহিমকে হাতেনাতে আটক করে। এ সময় অন্য দুই অভিযুক্ত পালিয়ে যায়।

আহতদের দ্রুত মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক টিটু মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, স্থানীয় জনগণের হাতে আটক হওয়ার পর সাহিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।