মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় মো. গোলাম মোস্তফা (৪০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
শুক্রবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চকমৈষাট গ্রামের মৃত আজিজুল হক এর ছেলে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি।
উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গোলাম মোস্তফা কে আটক করে থানা পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন আ.লীগ এমপি মকবুল হোসেন ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রাসেলের অত্যন্ত কাছের বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা কে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
