মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় মৃত ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি সহ মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার আলোচিত এপিএস মোয়াজ্জেম হোসেনসহ মাগুরার দুটি আসনের ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের সর্বশেষ দিনে ৩ জানুয়ারী দশনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এ ঘোষণা দেন। বাতিল হিসেবে ঘোষিত হওয়া অন্যান্য প্রার্থীরা হচ্ছেন মাগুরা ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া ও মনোনয়নপত্র ক্রয়ের দিনেই গ্রেফতারকৃত সাবেক যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া এবং গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। এছাড়া মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী মোঃ মশিউর রহমানকে অসম্পূর্ণ হলফনামা জমা দেয়ার জন্য প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মাগুরা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার সময় এক শতাংশ ভোটারের সমর্থনযুক্ত যে তালিকা দেয়া হয়েছে সেখান থেকে দৈব চয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করতে গেলে দেখা যায় একজন মৃত ব্যক্তি সহ ৯ জনের স্বাক্ষরই জাল। যাচাই-বাছাই শেষে সব মিলিয়ে মাগুরা-১ ও ২ আসন থেকে মোট ৪জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বর্তমানে মাগুরা-১ আসন থেকে ৮জন ও মাগুরা -২ আসন থেকে ৩জন প্রার্থী বৈধ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারবেন। বাতিল ঘোষিত হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করাতে পারবেন।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের রোশানলে শিকার হয়ে সম্পূর্ণ অযৌক্তিকভাবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মাগুরা-১ আসনের প্রার্থী মিজানুর রহমান। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার দিনেই জেলা প্রশাসক তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। সেদিন তিনি প্রতিবাদ করায় ও বিভিন্ন পত্রিকায় সে বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় আজ ইচ্ছাকৃত ও বেআইনিভাবে তার মনোনয়নপত্র বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে তিনি সংবাদ মাধ্যমকে জানান।
এ ব্যাপারে মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন জানান, এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের কাজটি আমার কর্মীরা করেছেন। সে ক্ষেত্রে কোন ভুল ত্রুটি আছে কিনা বিষয়টি আমি খতিয়ে দেখে পরবর্তীতে আপিল করার বিষয়ে পদক্ষেপ নেব।
