ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায়, দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টার সময় কেশবপুর প্রেসক্লাব হলরুমের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাংবাদিক মো. সাইফুল ইসলাম। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, ঝিকরগাছা উপজেলা কমিটির সদস্য সিরাজুল ইসলাম সহ কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এছাড়াও শুক্রবার বেলা সাড়ে ৩টায় বাগেরহাটে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায়, দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে কম্বল বিতরণ বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাংবাদিক মো. সাইফুল ইসলাম। বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের বাগেরহাট জেলার সভাপতি প্রফেসর শাহিদা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদসহ আরও অনেকে।
