আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “ প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”নিয়ে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১১টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি গাংনী উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও উপকারভোগীদের মাঝে কার্ড ও নগদ অর্থ বিতরণ করা হয় ।
আলোচনা সভায় গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই সমাজ সেবা অধিদপ্তরের কার্যক্রম ও গাংনী উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের নানা মুখী সেবা কার্যক্রম তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী।তিনি বলেন,গাংনী উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মাধ্যমে উপকার ভোগীর সংখ্যা, অর্থ সামাজিক কার্যক্রম আরএসএস সুদমুক্ত, পল্লী মাতৃকেন্দ্র ঘূর্নায়মান তহবিলের দগ্ধ ও প্রতিবন্ধী খাত ভিত্তিক হিসাব বিবরণী, কমিউনিটি ক্ষমতায়ন কার্যক্রম, বেসরকারি এতিম খানা কার্যক্রম, ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম, ক্যন্সারসহ ৬ টি মারাত্মক রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি, আর্থিক অনুদান, হাসপাতাল সমাজসেবা কার্যক্রমসহ আরও একাধিক কার্যক্রম সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া এবং অতিদরিদ্র জনগনকে নানাবিধ সেবা দেয়া হয়ে থাকে।
প্রদানের তথ্য উপাত্ত তুলে ধরে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন গাংনী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক,গাংনী উপজেলা পরিষদ শাখার ব্যবস্থাপক বজলুল হুদা, গাংনী উপজেলা নির্বাচন অফিসার নূর উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে সমাজ সেবা দিবসের তাৎপর্য ও গাংনী সমাজ সেবা কার্যালয়ের সফলতা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন, গাংনীর সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, গাংনীর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রকল্প পরিচালক কামরুল আলম, গাংনী দারুচ্ছুন্নাত লিল্লাহ বোর্ডিং ও এতিম খানার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা রুহুল আমিন, মুকুল সেবা সংঘের পরিচালক বদরুদ্দোজা মুকুল প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর সুপার, শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, উপকারভোগী ও বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীবৃন্দ।
