রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে ৫ টি সংসদীয় আসনের মধ্যে আজ ৩ টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে।
জামায়াতের ১জন,জাতীয় পার্টির ৩ জনসহ ১২ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।
জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের মুহাম্মদ নাজমুল হক সাঈদী ও ইসলামি আন্দোলন বাংলাদেশের আব্দুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ হয়েছে। ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন।
জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির সুলতান মাহমুদ বাবু,জামায়াতের সামিউল হক ও ইসলামি আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদসহ ৬ জনের মনোনয়ন।
জামালপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল,জাতীয় পার্টির মীর শামসুল আলম লিপটন ও ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারীসহ ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।বিভিন্ন কারনে বাতিল করা হয়েছে জামায়াতের মুজিবুর রহমান আজাদী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সাদিকুর রহমান সহ ৫ জনের মনোনয়ন পত্র।
