কুড়িগ্রাম প্রতিনিধি : ভূরুঙ্গামারীর সোনাহাট থেকে আসা এস কে এস স্কুলের প্রধান শিক্ষক ফয়জার রহমান বলেন, নতুন বছরের শুরুতে শিক্ষক সম্মেলনে অংশ নিতে পেরে আমি উচ্ছ্বাসিত। এমন আয়োজন শিক্ষকদেরকে আরো অনুপ্রাণিত করবে। ফুল শিক্ষাবৃত্তি উপলক্ষ্যে ৩ জানুয়ারী শনিবার কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে সকাল ৯ টা হইতে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত চলে কুড়িগ্রাম জেলা শিক্ষক সম্মেলন। শীতের চাদরে ঢাকা কুয়াশায় আচ্ছন্ন কুড়িগ্রামের শীত কে উপেক্ষা করে জেলার ৬টি উপজেলা থেকে সকাল ৯ টার মধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৭০ জন শিক্ষক উক্ত সম্মেলনে অংশ গ্রহণ করে। সারাদিন ব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকৃত শিক্ষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা লক্ষ্য করা গেছে। শিক্ষক সম্মেলনে নেতৃত্ব দিয়েছেন কুড়িগ্রামের সহকারি জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী। শিক্ষক সম্মেলনের আয়োজন করেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)। সীমান্ত ঘেষা ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম জানান, শীত কে উপেক্ষা করে সকাল ৭টায় রহনা দিয়ে ৯টায় পৌঁছেছি। এ আয়োজন সত্যি অবাক করার মতো। আমরা আনন্দিত। ধন্যবাদ ফুলকে। এই শিক্ষক সম্মেলন কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করতে ভূমিকা রাখবে বলে গুরুত্ব আরোপ করেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসের পরিদর্শক হামিদুল ইসলাম।
সহকারি জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী’র সভপতিত্বে কুড়িগ্রামের শিক্ষার মান উন্নয়নে বক্তব্য রাখেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত জামাল হোসেন, বেলগাছা উচ্চ বিদ্যায়য়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নারায়ন চন্দ্র, প্রবীণ গণমাধ্যম কর্মী শফি খান, একাডেমীক সুপারভাইজার আব্দুস ছালাম, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ হারুন অর রশিদ প্রমূখ।
সহকারি জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী জানান, কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিস ফুল এর সাথে ভালো কাজে আছে এবং থাকবে। এ কাজটি আমাদের কিন্তু এটি ফুল সংগঠন করেছে। এ জন্য ফুল এর নির্বাহী পরিচালককে ধন্যবাদ।
এ আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল ফুল শিক্ষাবৃত্তির খাতা মূল্যায়ন, শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়, কুইজ ভিত্তিক ষ্টেজ শো, যেমন পাড় তেমন কর, র্যফেল ড্র, পুরস্কার বিতরণ ইত্যাদি।
এ আয়োজনের উদ্দেশ্য সম্পের্কে এক প্রশ্নের জবাবে নয়া শতাব্দীকে ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক জানান, শুধু শিক্ষার্থী নয় আলোকিত মানুষ গড়ার কারিগড় শিক্ষকদেরকেও অনুপ্রাণিত ও উৎসাহিত করার জন্য আমাদের এ আয়োজন। সবার সহযোগিতা প্রত্যাশা করছি।
