বাদশা আলম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক পরিচয় দিয়ে হত্যাচেষ্টা মামলায় জড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বগুড়ার শেরপুরের সম্মিলিত সাংবাদিক জোট।
শনিবার (৩ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় শেরপুর শহরের সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে দেওয়া বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংবাদিক জোটের সমন্বয়ক রঞ্জন কুমার দে।
বিবৃতিতে বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। এতে স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।
বক্তারা আরও বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়া শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার প্রায় ১৭ মাস পর গত ২৯ ডিসেম্বর বগুড়া সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনজন পেশাদার সাংবাদিককে আসামি করা হয়েছে। তাঁরা হলেন—দৈনিক চাঁদনী বাজার-এর প্রতিনিধি শুভ কুন্ডু, দৈনিক প্রথম আলো-এর শেরপুর প্রতিনিধি সঞ্জীব কুমার (সবুজ চৌধুরী) এবং দৈনিক প্রভাতের আলো-এর নিজস্ব প্রতিনিধি সাজ্জাদ হোসেন পল্লব। তাঁদের মধ্যে প্রথম দুইজন শেরপুর উপজেলায় কর্মরত। এছাড়াও ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দৈনিক মনবকন্ঠ প্রত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি মো. রাশেদুল হকের বিরুদ্ধেও একটি মামলা (এফআই আর নং-২৪, জিআর ২৮৩) দায়ের করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মামলার এজাহারে সাংবাদিকদের প্রকৃত পেশাগত পরিচয় গোপন রেখে মিথ্যা রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়েছে। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই দায়ের করা এ মামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। সভা থেকে অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি মানা না হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
সভায় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি সারোয়ার জাহান, শেরপুর থানা প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাধনকৃষ্ণ কর্মকার, উত্তরাঞ্চল বার্তার প্রকাশক উৎপল মালাকার, আমাদের সময়-এর প্রতিনিধি শফিকুল ইসলাম, দিনকাল-এর প্রতিনিধি শহিদুল ইসলাম শাওন, দেশ রূপান্তর-এর জাহিদ হাসান, আমার সংবাদ-এর লিমন হাসান, ডেইলি অবজারভার-এর সৌরভ অধিকারী, আজকের দর্পন-এর আবু বকর সিদ্দিক, দৈনিক জনবানী-এর এনামুল হক, দৈনিক গণমুক্তির শেরপুর প্রতিনিধি নজরুল ইসলাম জ্যাকি, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি এসআই বাবলু, খোলা কাগজের প্রতিনিধি বাদশা আলম, দেশের কণ্ঠ-এর রুহুল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
