ঢাকাSunday , 4 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি নেতা ডা. সালেক চৌধুরী বহিষ্কার

Mahamudul Hasan Babu
January 4, 2026 2:34 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁ জেলা শাখার এক শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বিদ্রোহী হিসেবে পরিচিত ডা. সালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। তিনি নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, দলীয় নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিংবা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা দলীয় শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন। এমন কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ও সাংগঠনিক ঐক্য ক্ষুণ্ন করে। এ কারণে দল কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে।

দলীয় সূত্র জানায়, নওগাঁ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বাইরে গিয়ে ডা. সালেক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসার পর সাংগঠনিক তদন্ত ও আলোচনা শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সিদ্ধান্তকে দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য সময়োপযোগী বলে মন্তব্য করলেও, কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্ব ইতোমধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ডা. সালেক চৌধুরীর বহিষ্কার সেই ঘোষণারই বাস্তব প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।