মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশর প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ের আটোয়ারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩ জানুয়ারি) সন্ধায় আটোয়ারী উপজেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন,পঞ্চগড় জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম.এ মজিদ, অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, আটোয়ারী উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ),সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান (আব্দার) প্রমুখ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন মহীয়সী ব্যক্তিত্ব, যার কর্মময় জীবনের সংক্ষিপ্ত বর্ণনাও সহজসাধ্য নয়। তিনি ছিলেন সততা, ঐক্য ও দৃঢ়তার প্রতীক এবং আপসহীন সংগ্রামের নেত্রী। দেশ ও জাতির জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মহাকালের মহাকাব্যের পরিসমাপ্তি ঘটেছে। একজন গৃহবধূ থেকে জাতির অভিভাবক হিসেবে বেগম খালেদা জিয়া’র আত্মপ্রকাশ ছিল এক বিরল দৃষ্টান্ত। জীবনের অল্প বয়সেই স্বামীকে হারানোর গভীর বেদনা সত্বেও তিনি স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে অবতীর্ণ হন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেন। এক- এগারোর মতো কঠিন সময়ে তিনি শত প্রতিকূলতার মাঝেও এ দেশের মাটি ও মানুষকে ছেড়ে যাননি। বক্তারা বলেন, ব্যক্তি জীবনে অসীম ত্যাগ স্বীকার করে তিনি দেশের মানুষের কল্যাণক সর্বাগ্রে স্থান দিয়েছেন। সন্তান ও নিকটজন হারানোর শোক বহন করেও তিনি বাংলাদেশের ভূমি, জাতীয় পতাকা ও মানচিত্রকে হৃদয়ে ধারণ করে আজীবন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন। তাঁর এই দৃঢ়তা, ত্যাগ ও দেশপ্রেম জাতির জন্য চিরন্তন অনপ্রেরণা হয়ে থাকবে। আলোচনা শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং দেশের প্রতি তাঁর ভালোবাসার কথা স্মরণসহ রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ মোঃ সোলাইমান আলী। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
