ঢাকাSunday , 4 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় হাওরজুড়ে বোরো ধান রোপনে ব্যস্ত কৃষক শ্রমিকের সংকট

Mahamudul Hasan Babu
January 4, 2026 8:19 am
Link Copied!

এম এম এ রেজা পহেল, ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরে শুরু হয়েছে বোরো ধান রোপনের হিরিক। হাওরের পানি ধীরে ধীরে নামতে শুরু করায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই কৃষিকাজে হাওরপাড়ের সব শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়েছেন। পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষার্থীরাও মাঠে নেমে পড়েছে—কেউ শ্রমিকদের জন্য দুপুরের খাবার পৌঁছে দিচ্ছে, আবার কেউ ধানের চারা সংগ্রহ করে কৃষিকাজে সহায়তা করছে। আবহাওয়া প্রচন্ড ঠান্ডা থাকায় শ্রমিক সংকটে পরেছে কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ধর্মপাশা উপজেলায় মোট ১৮ হাজার ৬১৪ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৪৮% জমিতে বোরো ধান রোপণ সম্পন্ন হয়েছে।
টগা হাওরের কৃষক আব্দুল হাসিম বলেন, হাওরের পানি নামতে দেরি হওয়ায় এখনো সব জমিতে চারা রোপণ করা যাচ্ছে না। পানি পুরোপুরি নামলে দ্রুত রোপণ শেষ করা যাবে।
অন্যদিকে সোলচাপরা হাওরপাড়ের কৃষক মির্জা রেজাউল করিম রেজু বলেন, প্রতিদিনই আমরা জমিতে ধান রোপণের কাজ করছি। এখনই বোরো ধানের চারা রোপণের চূড়ান্ত সময়। কিন্তু পানি ধীরে নামায় ও শ্রমিক সংকট থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে।
ধর্মপাশা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের শুরু করা হয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে পুরোদমে কাজ শুরু হবে। আশা করছি, খুব দ্রুতই হাওর রক্ষা বাঁধের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত বলেন, চলতি বোরো মৌসুমে ধর্মপাশা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনার আওতায় উন্নত মানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বর্তমানে হাওরাঞ্চলে বোরো ধান রোপণ কার্যক্রম চলমান রয়েছে। পানি পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময়ের মধ্যেই রোপণ কার্যক্রম সম্পন্ন হবে।
ধর্মপাশা উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও জনি রায় বলেন, সরকারী ভাবে কৃষকদের প্রনোদনা দেওয়া হয়েছে। কৃষকেরা বোর ধান রোপনের কাজ শুরু করেছে। পানি ধীর গতিতে নামায় ও ঠান্ডা বেশি থাকায় একটু সমস্যা হচ্ছে। আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে তাড়াতাড়ি রোপনের কাজ শেষ হবে।